মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকর প্রমাণ করতে পারে-----------------------
১== যদি আপনি সময়মতো বাচ্চাদের ভুল দাবি ও জেদ নিয়ন্ত্রণ না করেন তবে শেষ পর্যন্ত আপনি অসহায় হয়ে যাবেন ==কৌরব।২== আপনি যতই শক্তিশালী হোন না কেন, অধর্মের পথে থাকলে আপনার জ্ঞান, অস্ত্র, শক্তি এবং আশীর্বাদগুলি সমস্তই নিষ্ফল হয়ে যাবে == কর্ণ।
৩== বাচ্চাদের এত উচ্চাভিলাষী করবেন না যে জ্ঞানের অপব্যবহার করে, নিজেকেই ধ্বংস করে এবং সকলের অমঙ্গল করে = =অশ্বত্থমা।
৪== কখনই কাউকে এমনপ্রতিশ্রুতি দেবেন না যাতে আপনাকে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করতে হয় == ভীষ্ম পিতামাহ।
৫==সম্পত্তি, ক্ষমতা এবং অপকর্মের অপব্যবহারের ফলে আত্ম-ধ্বংস হয় == দুর্যোধন।
৬== ব্যক্তির ক্ষমতা ও অন্ধ পুত্রস্নেহ - তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় = =ধৃতরাষ্ট্র।
৭== যদি ব্যক্তি জ্ঞানের দ্বারা আবদ্ধ থাকে তবে বিজয় অবশ্যই পাওয়া যায় = =অর্জুন।
৮ == আপনি প্রতিটি কাজে কৌশল, জালিয়াতি এবং ঠাট্টা তৈরি করে সর্বদা সফল হতে পারবেন না == শাকুনি।
৯ ==আপনি যদি নীতি, ধর্ম এবং কর্ম সফলভাবে অনুসরণ করেন তবে বিশ্বের কোনও শক্তি আপনাকে পরাস্ত করতে পারে না = যুধিষ্ঠির।
এই সূত্রগুলি থেকে শিক্ষা না নিলে আমাদের জীবনেও কুরুক্ষেত্র ঘটে যেতে পারে।
===========সয়ং বিচার করবেন======
সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আরো জানুনঃ
কেন প্রসাদভোজী হবেন? সমস্ত বৈদিক শাস্ত্র (বেদ,সংহিতা, মহাভারত, গীতা,ভাগবত,পুরাণ,উপনিষদ) থেকে প্রমান দেওয়া হলো...
চার যুগ-সত্য,ত্রেতা,দ্বাপর ও কলির সময় পরিমাণ ও বৈশিষ্ট্যসমূহঃ
শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছু অমৃত বাণী
মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী ও উপদেশ
মনুষ্য দেহের কথা আলোচনা
আপনি কি অনেক হতাশায় ভুগছেন? সকল সমস্যাগুলোর সমাধান খুজে পান!!!!!!!!!!
ভগবান বিষ্ণুর গাত্র বর্ণ নীল কেন?
এই জগতে প্রকৃত জ্ঞানী,কে এই জগতে প্রকৃত সুখী,আর কে-ই বা প্রকৃত দুঃখী ?
অনাচার কাকে বলে ও কয় প্রকার?
কলিযুগের মানুষদের ভগবানের নামে রুচি নেই কেন ?
ঘট কিসের প্রতীক?
সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে জন্ম ও মৃত্যুযোগ অশৌচ কি?
মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকর প্রমাণ করতে পারে-----------------------
মহাভারতের কিছু বাণী
শ্রীমদভগবদগীতায় উচ্চারিত ভগবান শ্রীকৃষ্ণের সকল নামের অর্থ ও মাহাত্ম্য
প্রকৃত ভালোবাসার খোঁজে..........
রাধাকৃষ্ণের প্রেম-কাহিনীর প্রকৃত রহস্য
ভক্তি কি ?
মায়া কি? মায়া থেকে পরিত্রাণের উপায় কি?
ভগবান শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরপালক/পুচ্ছ পরিধান করতেন?
রাজা পুরঞ্জনের কেন পরবর্তী জন্মে নারী হয়ে জন্ম হয়েছিল ?
আরো পড়ুন.....
0 মন্তব্যসমূহ