মহাভারতের কিছু বাণী
২। চরিত্রের পরিক্ষা তখনই হয়, যখন অপরচিত কারো সংস্পর্শে আসা হয়।
৩। জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন।
৪ । সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়।
৫। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে।
৬। সুগন্ধ, দুরগন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না।
৭। যেভাবে বৃক্ষের মূল বৃক্ষকে খাদ্য যোগায়,
সেভাবে মানুষের গর্ব মানুষকে শক্তি যোগায়।
৮। পরিস্থিতিকে যদি নিজের অনূকুলে না আনতে পার,
তবে তাকে শত্রুর প্রতিকুল বানিয়ে ফেলো।
৯। যারা শত্রুর শত্রু হয়,
তাদের সাথে বন্ধুত্ব করতে হয়।
১০। যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে।
১১। অরন্যের লতা বৃক্ষের স্বরন নেয়,
তারপর সেই বৃক্ষকেই গ্রাস করে ফেলে।
১২। সমুদ্র হোক বা সংসার,
যে ধর্মের নৌকা প্রস্তুতকরে সে ঠিকই পার হয়ে যায়।
১৩। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে।
কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে।
১৪। আমি কোন জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে।
কিন্তু যে ব্যাক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনেকরেন।
আমি সয়ং নিজেকে তার অধিন বলেই ভাবি। ।
১৫। কেউ আমার অতি আপন নয় কেউ আমার পর নয়,,
কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয়
তখন আমি স্বাভাবিক ভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি।
সনাতন ধর্ম সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন-
আরো জানুনঃ
কেন প্রসাদভোজী হবেন? সমস্ত বৈদিক শাস্ত্র (বেদ,সংহিতা, মহাভারত, গীতা,ভাগবত,পুরাণ,উপনিষদ) থেকে প্রমান দেওয়া হলো...
চার যুগ-সত্য,ত্রেতা,দ্বাপর ও কলির সময় পরিমাণ ও বৈশিষ্ট্যসমূহঃ
শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছু অমৃত বাণী
মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী ও উপদেশ
মনুষ্য দেহের কথা আলোচনা
আপনি কি অনেক হতাশায় ভুগছেন? সকল সমস্যাগুলোর সমাধান খুজে পান!!!!!!!!!!
ভগবান বিষ্ণুর গাত্র বর্ণ নীল কেন?
এই জগতে প্রকৃত জ্ঞানী,কে এই জগতে প্রকৃত সুখী,আর কে-ই বা প্রকৃত দুঃখী ?
অনাচার কাকে বলে ও কয় প্রকার?
কলিযুগের মানুষদের ভগবানের নামে রুচি নেই কেন ?
ঘট কিসের প্রতীক?
সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে জন্ম ও মৃত্যুযোগ অশৌচ কি?
মহাভারত পড়ার সময় না থাকলেও এর মূল সূত্রগুলি আমাদের জীবনে কার্যকর প্রমাণ করতে পারে-----------------------
মহাভারতের কিছু বাণী
শ্রীমদভগবদগীতায় উচ্চারিত ভগবান শ্রীকৃষ্ণের সকল নামের অর্থ ও মাহাত্ম্য
প্রকৃত ভালোবাসার খোঁজে..........
রাধাকৃষ্ণের প্রেম-কাহিনীর প্রকৃত রহস্য
ভক্তি কি ?
মায়া কি? মায়া থেকে পরিত্রাণের উপায় কি?
ভগবান শ্রীকৃষ্ণ কেন মাথায় ময়ূরপালক/পুচ্ছ পরিধান করতেন?
রাজা পুরঞ্জনের কেন পরবর্তী জন্মে নারী হয়ে জন্ম হয়েছিল ?
আরো পড়ুন.....
0 মন্তব্যসমূহ